গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার একটি সোয়েটার কারখানায় শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
জয়দেপুর ফায়ার স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, বেলা ১১টা ৪০ মিনিটে মেট্রিকস সোয়েটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আধাঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ