নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের সঙ্গে র্যাবের পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের আরও ৬ সদস্যসহ ট্রাকটির চালক ও সহকারী আহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌন ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন র্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও পিকআপ ভ্যান চালক কনস্টেবল সোহেল। এদের মধ্যে মনসুরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এবং সোহেলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।
আহতরা হলেন র্যাবের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ, এসআই মাহফুজুর রহমান, এএসআই নিজাম, নায়েক জয়নাল, সিপাহী রাসের ও সিপাহি আজহার। এছাড়া, ট্রাক চালক ও সহকারী আহত হলেও পালিয়ে গেছে বলে তাদের নাম জানা যায়নি।
আহত র্যাব সদস্যদের মধ্যে প্রথম ৪ জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, র্যাব সদস্যদের নিয়ে পিকআপ ভ্যানটি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে পুরিন্দা এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সার্জেন্ট মনসুর। আর ঢাকা নেওয়ার পর মারা যান কনস্টেবল সোহেল।”
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ/মাহবুব