রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ বিয়ে বন্ধ করে দেয়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, নিউমার্কেট থানার এস আই ফেরদৌস ও এহসানসহ ২০ জন পুলিশ।
জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডের ৬৪ নম্বর বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা মো. সায়েম এর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আজিমপুরের বাচ্চু মিয়ার ছেলের সঙ্গে বিয়ের কথা চূড়ান্ত করে তাদের পরিবারের স্বজনরা। পরে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। এ কারণে বিয়ের সকল প্রকার আয়োজন করা হয়েছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি জানতে পারে ঢাকার জেলা প্রশাষক মো. তোফাজ্জেল হোসেন মিয়া। পরে জেলা প্রশাষকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিয়ে বাড়িতে গিয়ে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়। তখন ওই স্কুল শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়, পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া আইনে নিষেধ। একইসঙ্গে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবে না বলে অঙ্গীকারনামায় মেয়ের বাবা ও মায়ের স্বাক্ষর নেওয়া হয়। পাশাপাশি সাক্ষী থাকেন মেয়ের চাচা, দাদি ও দুই ফুফু।
এ বিষয়ে বির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, এখন ওই শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পাবে। তিনি বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে সাধারণ মানুষের এগিয়ে আসতে হবে। কোথাও বাল্যবিয়ের আয়োজন করা হলে তা বন্ধে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব