চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট ও কুঞ্জছায়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শাহিন (২২), মহিউদ্দিন (২৫), রবিউল (৩০), গোলাম কিবরিয়া ও রিপন আহমেদ।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুঞ্জছায়া এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ অটোরিকশা যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পার্কিং করা নতুন মডেলের গাড়ির পার্টস চুরি করা তাদের পেশা।
তারা আরো জানায়, চুরি করা মালামালগুলো তারা দেওয়ান হাট এলাকার দুইজন পার্টস ব্যাবসায়ীর কাছে বিক্রি করে। এসময় তাদের কাছ থেকে এক জোড়া লুকিং গ্লাসও উদ্ধার করা হয়। পরে দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী গোলাম কিবরিয়া ও রিপন আহমেদকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব