চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসের বিভিন্ন আঙিনায় বর্জ্যের ভাগাড় পরিষ্কার করছে রিপেয়ার বাংলাদেশ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে সংগঠনটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। পরিচ্ছন্ন মিশনে স্বেচ্ছাসেবীরা টন টন বর্জ্য অপসারণ করেন।
দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি, উপস্থিত ছিলেন চমেকের উপাধ্যক্ষ ডা. মুজিবুল হক, শিল্পপতি নাদের খান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।
অভিযানে অংশ নেন ৩০ জন শ্রমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী ও সমাজের সচেতন মানুষ।
রিপেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া বলেন, ২২ জানুয়ারি ঢাকার কুড়িল ফ্লাইওভারে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্বেচ্ছাসেবী এ সংগঠনের যাত্রা। তখন ২৭ টন ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। দ্বিতীয় অভিযান চমেকের বহিরাঙ্গনে হচ্ছে। এখান থেকেও টন টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। দিনশেষে বর্জ্য ট্রাকে করে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আগামী দিনে অলিগলির ছোটখাটো মেরামত কাজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের টয়লেট পরিচ্ছন্ন রাখা, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট নেই সেখানে তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব