সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর টিভি গেইট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবির নেতা শিপারের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের উপর হামলাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর মেজর হুমায়ুন কবির সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন