বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মামলা করার অনুমতি দেওয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
‘খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী মামলা’ প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুক্ত দল এ প্রতিবাদ সভার আয়োজন করে।
মেজর (অব.) হাফিজ বলেন, খালেদা জিয়ার নামে মামলা করার অনুমতি দেওয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা হলে আমরা তাদের বিচারের সম্মুখীন করবো।
বিএনপি নয়, আওয়ামী লীগই সবসময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রমুখ বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন