চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৃথক সময়ে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, আজ দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সৈয়দ আমিন (৪০), কামাল হোসেন (৩৭) ও সাইফুল ইসলাম (২৪)।
চট্টগ্রামের পটিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, গাছবাড়িয়া সরকারি কলেজের সামনে ইউনিক পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক পাওয়া যায়। গ্রেফতার হওয়া তিনজনের বাড়ি কক্সবাজারে। বন্দুকগুলো চট্টগ্রাম নগরীতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এদিকে, নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে আজ দুপুরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তারেক (৩২) ও সুমন রাজিব ভট্টাচার্য (৩০) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারেকের গ্রামের বাড়ি চন্দনাইশে, রাজিবের বাড়ি রাউজানে। তারেকের কাছে ২০০ পিস ও রাজিবের কাছে ৪০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন