সাভারে কলমা এলাকায় রিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘটনার প্রায় ৫ দিন পর বাথরুমের সানসেট থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার রাত ৭টার দিকে সাভারের কলমা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার আব্দুল মান্নানের চারতলা বাড়ির বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি আব্দুল মান্নানের চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন রিমা ও তার স্বামী। ৪-৫ দিন আগে রিমাকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা পর লাশ বাথরুমের সানসেটের ওপর রেখে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান তার স্বামী।
শুক্রবার সন্ধ্যায় ওই ফ্লাটের চারতলায় অপর একটি কক্ষ ভাড়া নেন আনিছুজ্জামান নামে এক ব্যক্তি। পরে রুমের মধ্য থেকে দূর্গন্ধ বের হতে থাকলে তিনি থানায় খবর দেন। রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানা পুলিশ কক্ষের তালা ভেঙে রিমার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছেন তার স্বামী। খুন হওয়া গৃহবধূর পরিচয় জানার চেষ্টা করছেন তারা। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য বাড়ির মালিক আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন