ঢাকার অদূরে সাভারের কলমা এলাকায় রিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী আনিসুজ্জামান পলাতক রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
তবে নিহত রিমা আক্তার ও স্বামী আনিজুজ্জামানের নাম ছাড়া তাদের আর কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মোহাম্মদ রাসেল শেখ জানান, পোশাক শ্রমিক রিমা আক্তার ও তার স্বামী আনিসুজ্জামান গত ১ জানুয়ারি উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মান্নানের কলমা এলাকার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। কয়েকদিন পর স্বামী তার স্ত্রীকে হত্যার পর ওই কক্ষের বাথরুমে লাশটি রেখে ফ্লাটের মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শুক্রবার সন্ধ্যায় ওই ফ্লাটের ৪ তলার খালি থাকা অপর একটি কক্ষ ভাড়া নেন এক ব্যক্তি। এ সময় ওই কক্ষের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে তারা থানায় খবর দেয়। পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব