যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সকাল পৌনে ১১টায় রাজারবাগ পুলিশ লাইনে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, আলোর স্বল্পতার কারণে গতবার লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবার যাতে এ ধরণের কোনো সমস্যা না ঘটে সে জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলোর ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো একটা ঘটনায় পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এবার যাতে কোনো ধরণের প্রশ্ন না উঠে সে জন্য সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আরো দুটি অতিরিক্ত পুলিশ কন্ট্রল রুম বসানো হবে।
ডিএমপি কমিশনার বলেন, বইমেলা ঘিরে যাতে কোনো ধরণের যানজট তৈরি না হয় সে জন্যেও ব্যবস্থা নেয়া হয়েছে। রুপসী বাংলার পাশ দিয়ে ও শাহবাগ থেকে শিশুপার্ক হয়ে সব যানবাহন চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যানজট তৈরি হতে দেয়া হবে না।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব