শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এ দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে নতুন দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য শেখ হাসিনা প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছেন। সাড়ে ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন তিনি। উপবৃত্তির ব্যবস্থা করেছেন। এভাবে সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।’
মন্ত্রী আরো বলেন, ‘একটি মহল বলেছিল শিক্ষা কমিশন নীতি বাস্তবায়ন হলে দেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেয়া হবে। কিন্তু এখন প্রমানিত হয়েছে, শিক্ষা কমিশন নীতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকায়ন করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদের এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পথ সুগম হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক, বিভাগীয় কমিশনার মো. গাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের গর্ভানেন্স ইনোভিশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম, শিক্ষা মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিক এ এস এম মাহামুদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ইলিয়াছ হোসেন এবং ৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয স্থাপন প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ