রংপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম সুমন (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোতোয়ালি থানার এসআই মজনু মিয়া জানান, আটক সুমন দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের এসআই পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তিনি নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার এক অটোরিকশা চালককে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে ২৮ হাজার টাকা কেড়ে নেন।
পরে অটোরিকশা চালক আশরাফুল শনিবার সকালে সুমনকে মেডিকেল মোড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক ছিনতাই ও প্রতারণার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন