জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অধ্যাপক ড. ফিরোজা বেগম সহ-সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন কোষাধ্যক্ষ এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম- সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছে, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক ড. মাহাবুব কবির, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. আনোয়ার খসরু পারভেজ, সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মো. শাহেদুর রশিদ ও শেখ মো. মঞ্জুরুল হক।
এবারের নির্বাচনে ১৫ টি পদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকরা ৮টি এবং বিএনপিপন্থী শিক্ষকরা ৭টিতে জয় লাভ করেন। নির্বাচনে ৫০৬ জন ভোটারে মধ্যে ৪৭৬ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন