গ্যাস লাইনে বিস্ফোরণে রাজধানীতে একই পরিবারের তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার রাতে গ্রিনরোডে অবস্থিত গ্রিনপিছ নামে ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তারা হলেন ওয়ান ব্যাংকের উত্তরা শাখার কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী (৪২), তার স্ত্রী ঢাকা কলেজের শিক্ষিকা আফরোজা পারভীন ও তাদের একমাত্র সন্তান ত্রিমান (৬)।
আহত কামরুজ্জামান জানান, তাদের বাসার ড্রইংরুমের কার্নিসের ওপর দিয়ে গ্যাসের লাইন গেছে। এর নিকটবর্তী স্থান দিয়ে আইপিএস এর তার টানানোর সময় গ্যাস লাইনের বিস্ফোরণ হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন