অপহরণের তিনদিন পর উদ্ধার হলেন নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু মিম (৩)। পাবনার সুজানগর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অপহরণকারী মিন্টুকে (৩৫) আটক করেছে। অপহৃত মিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মমিনুর রহমানের মেয়ে। আটক মিন্টু পাবনার সুজানগর থানার সাতবাড়িয়া গ্রামের মাজেদ আলীর ছেলে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
শনিবার রাত ৯টায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, মিন্টু নারায়ণগঞ্জের ফতুল্লায় মিমের বাবা মমিনুরের বাসায় ভাড়া থেকে রিক্সা চালাতো। মিন্টু মমিনুরের কাছে ৫০০ টাকা ধার চেয়ে না পেয়ে রাগ করে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মিমকে নিয়ে পাবনায় চলে আসে। এদিকে মিমকে না পেয়ে মিমের বাবা ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সুজানগর থানা পুলিশ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে শিশু মিমকে উদ্ধার ও অপহরণকারী মিন্টুকে আটক করে।
এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ