রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার পাইকপাড়ায় পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে হাইকোর্টের দেওয়া তিনমাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ এ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে অাজ রবিবার রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
গত ২১ জানুয়ারি ওই বস্তি (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি) উচ্ছেদ কার্যক্রমে তিনমাসের নিষেধাজ্ঞা দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদনের শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞার পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তি উচ্ছেদ ও বস্তির বাসিন্দাদের হয়রানি না করতেও নির্দেশ দেন হাইকোর্ট।
এ নিষেধাজ্ঞার স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ২৪ জানুয়ারি স্থগিতাদেশ না দিয়ে ৩১ জানুয়ারি শুনানির জন্য আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।
এদিকে, ২১ জানুয়ারি ওই এলাকার নয়টি বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুপুর ১২টায় ওই এলাকায় গণপূর্ত মন্ত্রণালয় উচ্ছেদ অভিযান শুরু করলে এ সংঘর্ষ বাধে। পরদিন ২২ জানুয়ারি রহস্যজনক আগুনে পুড়ে যায় ৮ নম্বর বস্তির একাংশ।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ