ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে তার বর্তমানের সকল 'অপকর্মের' জবাবদিহিতার জন্য একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.)হাজিজ উদ্দিন আহমেদ।
আজ রবিবার দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে 'বহুদলীয় গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ বলেন, 'আজকে সুষ্ঠু নির্বাচন হলে যাদের টেলিভিশনে দেখছেন, তাদের যুগ যুগ ধরেও আর দেখবেন না। আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই বলেই তারা একটি ‘ভোটারবিহীন সংসদ’ গঠন করেছে। সিটি করপোরেশন নির্বাচনে ‘ভোট কারচুপি’ করেছে। আওয়ামী লীগকে বর্তমানের সকল অপকর্মের জবাবদিহিতা করার জন্যই একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।'
প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে তিনি বলেন, 'তার এমন বক্তব্যের পর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। এজন্য সরকারকে দ্রুত পদত্যাগ করে সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।'
জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা ইসলাম, জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগরের সভাপতি রফিকুল ইসলাম, বজলুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৬/শরীফ