চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ অভিযান চালাননো হয়।
চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শনিবার রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ১০৯ এবং নিয়মিত মামলার ১২ জনকে গ্রেফতার করা হয়। এসময় চন্দনাইশ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা