জাতীয় পার্টির চেয়ারম্যানপন্থি অংশের সভাপতিমণ্ডলীর সদস্যরা বৈঠক করে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।
রবিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে, বেলা ১১টা ৪০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন এরশাদপন্থি প্রেসিডিয়াম সদস্যরা।
বৈঠকে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ তার সমর্থক ২৪ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বাকি ১৩ সদস্য সভায় উপস্থিত ছিলেন না।
তারা হলেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ সম্প্রতি মহাসচিবের পদ থেকে ছিটকে পড়া জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও কাজী ফিরোজ রশিদসহ ১৩ জন।
জি এম কাদের বলেন, “মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই মতামত দিয়েছেন, রাজনীতির স্বার্থে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। মাননীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।”
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব