সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুপস্থিতিতেই জিএম কাদের দলের কো-চেয়ারম্যান হিসেবে ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে ঘোষণা করা এরশাদের সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্যদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে।
এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে রবিবার বেলা পৌনে ১২টায় শুরু হয়ে বৈঠক চলে আড়াইটা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, গোলাম হাবিব দুলাল, এম এ মান্নান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
তবে বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বাকি ১৩ সদস্য। তারা হলেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ সম্প্রতি মহাসচিবের পদ থেকে ছিটকে পড়া জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও কাজী ফিরোজ রশিদসহ ১৩ জন।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব