রাজধানীর যাত্রাবাড়ী-ধোলাইরপাড়ে রুপালি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের তীর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা মালিক সায়েম দেওয়ান বিরুদ্ধে। তিনিই কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
বেশ কয়েজন গ্রাহকের অভিযোগ, প্রতিষ্ঠানটির আনুমানিক গ্রাহক ১৩ হাজার। প্রত্যেকের কাছ থেকে এক লাখ থেকে কয়েক লাখ টাকা করে হাতিয়ে নেন সায়েম। অল্প কয়েকদিনের মধ্যেই সবার টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এ জন্য সবাইকে জমার বই অফিসে রেখে যেতে বলা হয়। সবাই জমার বই অফিসে রেখে যান। কিন্তু শনিবার দেখা যায়, রুপালি কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারী সবাই লাপাত্তা। এ ঘটনার পর সোসাইটির পাঁচ শতাধিক গ্রাহক মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইরপাড় অংশে অবস্থান নেয় এবং অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রুপালির মাল্টিপারপাস কার্যালয়ের ঠিকানা দক্ষিণ যাত্রাবাড়ীর ১৪৬/২ ভবনের চতুর্থ তলা। ২০০৪ সালে মাল্টিপারপাস কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মাল্টিপারপাসের সদস্য দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা রুপালি রুবিনা খাতুন জানান, সম্প্রতি তিনি ওই প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা জমা দেন। চার মাসের মধ্যে তাঁকে দ্বিগুণ অর্থ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর টাকা নিয়ে চলে গেছেন মালিক সায়েম।
আরেক গ্রাহক আলী আজম জানান, তাঁর আড়াই লাখ নিয়ে গেছেন সায়েম। এ ছাড়া আরও কয়েকজন জানান, কারো কারো কাছ থেকে ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে রুপালি মাল্টিপারপাসের নাম করে।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর জানান, শত কোটি টাকা নিয়ে সায়েম পালিয়ে যেতে পারেন। গ্রাহকরা এটা অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব