দুদকের নন-সাবমিশন (সম্পদের হিসাব জমা না দেওয়ায়) মামলা বাতিল চেয়ে হাইকোর্টে করা তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর রিট আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিন, আদালতে তারেকের শাশুড়ির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যেদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
এর আগে ২৬ জানুয়ারি দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেন তারেক রহমানের শাশুড়ি।
গত বছরের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করেন। সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব