চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
রবিবার বিকেলে নগরীর চকবাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন জসিম উদ্দিন এবং মো. হোসেন।
র্যাব-৭ সহকারি পরিচালক আমিরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব