চট্টগ্রামে দশ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দিবাগত রাতে চকবাজারের ইয়াজদান মার্কেটের 'আলেয়া ক্রোকারিজ অ্যান্ড গিফট' দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চকোরিয়া উপজেলার ডুলাহাজরা বাগুলাবাজার এলাকার সুলতান আহমেদের ছেলে জসিম উদ্দীন (৩১) ও টেকনাফের ডেলপাড়া এলাকার মো. আলীর ছেলে মো. হোসেন (৪৮)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) (এএসপি) আমিরুল্লাহ জানান, চকবাজারে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকরা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ব্যাপারে চকবাজার থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ