গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মো. মাসুদ (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। এর আগে গতকাল দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগ জানান ওই ছাত্রীর বড় ভাই।
আটক মাসুদ শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ এ বিষয়ে জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে যাচ্ছিলো। এসময় মাসুদ ওই ছাত্রীকে কৌশলে তার সহযোগী উজ্জ্বলের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানালে তার বড় ভাই রাত ১২টার দিকে শ্রীপুর থানায় অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ