গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এ মতিউর রহমান (৫০) নামে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে ছিলেন।
কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতিউর রহমান। তাকে দ্রুত কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ