বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে রাজধানীর আদাবর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে তেজগাঁও পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, এসআই রতনের বিরুদ্ধে ছাত্রী হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগের কথা উঠেছে। এর পরপরই রবিবার রাত ১১টায় তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
পরে পুরো বিষয়টি জানতে পেরে আজ সোমবার দুপুরে তাকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) আদেশ দেওয়া হয়েছে।
ডিসি আরো জানান, ব্যক্তির দায় বাহিনী নেবে না। অপরাধ করলে তার শাস্তি পেতে হবেই। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পরিদর্শক (এডিসি) আনিসুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুক।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরবর্তী নির্দেশনা ও তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত অভিযুক্ত এসআই রতন কুমার কাজে যোগদান করতে পারবেন না বলেও জানান তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, রবিবার বিকেলে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে আশা ইউনিভার্সিটির এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে এসআই রতনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ছাত্রীকে রিকশা থেকে জোর করে নামিয়ে একটি দোকানের ভেতরে নিয়ে ইয়াবা ব্যবসায়ী বানানোর অপচেষ্টাও চালান ওই এসআই।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ