রাজধানীর গুলশান থেকে সন্দেহভাজন এক বিদেশি কূটনীতিককে মোটরসাইকেলসহ (ঢাকা- মেট্রো হ ৩৯ ৮২৪৭) আটক করা হয়েছে।
আটককৃতের নাম ইব্রাহীম। তিনি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ইনফরমেশন সেক্রেটারির একান্ত সহকারী (পিএস) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিবি পুলিশের একটি দল সোমবার সকাল ১১টায় গুলশান পার্কের পশ্চিম পাশ থেকে তাকে আটক করে। ইব্রাহীমকে বর্তমানে গুলশান থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা