রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, সরকার উৎখাতে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথাও স্বীকার করেছেন আসলাম চৌধুরী।
মনিরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আসলাম চৌধুরী অনেক তথ্যই দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।'
তিনি আরও বলেন, ‘আসলাম চৌধুরী আমাদের জানিয়েছেন, ভারতে মোসাদের কার কার সাথে বৈঠক হয়েছে, কারা তাকে ওখানে যেতে উৎসাহিত করেছেন, কাদের সহযোগিতায় তিনি মোসাদের সাথে ওই বৈঠকে গিয়েছেন।’
যাদের ব্যাপারে আসলাম চৌধুরী তথ্য দিয়েছেন তাদের গ্রেফতার করা হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘অবশ্যই। যে সব তথ্য পেয়েছি সেগুলো যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা হবে। যাদের বিষয়ে তথ্যের সত্যতা পাওয়া যাবে, অবশ্যই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
১৫ মে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৬ মে গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব