বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অধিকাংশ হত্যাকাণ্ডই প্রকাশ্যে দিবালোকে ঘটেছে। এ সমস্ত নারকীয় ঘটনার ন্যূনতম কোনো হদিস বের করতে না পেরে চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন। এ সমস্ত নিঁখুত হত্যাকাণ্ড সংগঠিত হওয়া এবং এর সংগঠনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ অর্থাৎ ক্ষমতাশালীদের ইঙ্গিত না থাকলে এটি কোনোভাবে সম্ভব হতে পারে না।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপরে এক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন।
গতকাল গণভবনের অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতেই বিএনপির এ সংবাদ সম্মেলন আহ্বান করে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘হেড অব দি গভর্নমেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যদি এতই তথ্য থাকে তাহলে নাটোরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পেলেন না কেন? বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য, রক্তাক্ত ঘটনা ঘটার আগে প্রধানমন্ত্রী তথ্য পাননি কেন? তখনও তো তিনি প্রধানমন্ত্রী ছিলেন।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার এতগুলো হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন