চট্টগ্রাম মহানগরের চার বাজারে ভ্রাম্যমাণ আদালতের চারটি দল পণ্যে ভেজাল মেশানো, মূল্যবৃদ্ধি, পণ্যের মূল্যতালিকা না টাঙানোসহ নানা কারণে ২৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, শিক্ষানবিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলি ও তানিয়া মুন। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক লবণ ব্যবহার করে মুড়ি ভাজার জন্য পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। তাছাড়া নির্বাহী ম্যজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে বহদ্দারহাট এলাকায় পরিচালিত অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা, মো. ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে আগ্রাবাদ কর্ণফুলি মার্কেট এলাকায় ১১টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা ও মো. আনিসুল ইসলামের নেতৃত্বে কর্নেলহাট বাজারে পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে সারা রমজান মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৬/ আফরোজ