হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। আজ সকালে এসব মুদ্রা জব্দ করা হয়। এসময় আবুল বাশার (৪০) নামের ওই যাত্রীসহ তার সহযোগী আবদুস সোবাহানকে (৫৮) আটক করা হয়।
আটককৃত আবুল বাশারের (৪০) বাড়ি ফেনী জেলায়। অপর আটককৃত আবদুস সোবাহানের (৫৮) বাড়ি মুন্সিগঞ্জ।
জানা যায়, আবুল বাশার বৃহস্পতিবার করাচি থেকে জি-৯৫৪০ যোগে শারজাহ আসেন। শারজাহ থেকে শুক্রবার তিনি জি-৯৫১৭ যোগে সকাল ৯টায় ঢাকায় অবতরণ করেন। পাসপোর্ট অনুযায়ী তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শাহজালালে আসার পর বিমানের ভেতর থেকে তাকে শনাক্ত করা হয়।
প্রথমে তিনি অস্বীকার করলেও মেনিফেস্ট দেখে ৩০ কেজি ওজনের কার্টনের লাগেজ পাওয়া যায়। সেখানে বালিশ ও কম্বলের ভেতর লুকানো অবস্থায় ভারতীয় মুদ্রা পাওয়া যায়। প্রাথমিকভাবে গণনা করে মোট ১ কোটি ৩০ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী বাইরে গাড়ি নিয়ে অপেক্ষমান আবদুস সোবাহানকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৬/ হিমেল-০৬