ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ডিআরইউ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে অর্থ সম্পাদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সভাপতি পদে মোস্তাক আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা এবং মাহমুদুর রহমান খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বাসসের দুই সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ।
এছাড়া সহ-সভাপতি পদে আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শহিদুল ইসলাম (এসবিসি৭১ডটকম), আবু দারদা জুবায়ের (এটিএন বাংলা) এবং ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬)। যুগ্ম সম্পাদক পদে দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন ও দৈনিক খোলা কাগজের তোফাজ্জেল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের আফজাল বারী, নয়া দিগন্তের জিলানী মিল্টন ও আরটিভির ফারুক খান।
দফতর সম্পাদক পদে যমুনানিউজডটকমের নয়ন মুরাদ ও সময়নিউজডটকমের জেহাদ হোসেন চৌধুরী; প্রচার ও প্রকাশনা দফতর সম্পাদক পদে কাফী কামাল (মানবজমিন) ও আমিনুল হক ভূঁইয়া (নবচেতনা); সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (আলোকিত সময়), এমদাদুল হক খান (সকালের খবর); নারীবিষয়ক সম্পাদক- সুমী খান (সূর্যবার্তা২৪ডটকম) ও দিনার সুলতানা (বিটিভি); প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ) ও আহমেদ সিরাজ এবং আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ও আবু জাফর (জনতা)।
অন্যদিকে, সাতটি কার্যনির্বাহী সদস্যপদে প্রার্থী হয়েছেন ১০ জন। তারা হলেন- এসএমএ কালাম (নতুনবার্তাডটকম), সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), হাবীব রহমান (মানবকণ্ঠ), সাঈদ খান (বৈশাখী), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ডটকম), সাইফুল ইসলাম (জিটিভি), আনিসুর রহমান নুর (নিউ নেশন), রিমন মাহফুজ (আমাদের অর্থনীতি), আসলাম রহমান (ভোরের কাগজ)।
ডিআরইউ নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এমএ আজিজ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ