রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় ১০টি দোকানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রেললাইনের নিচ দিয়ে অভিনব কায়দায় এক দোকান থেকে আরেক দোকানে এসব অবৈধ সংযোগ নেওয়া হয়েছিল।
বুধবার দুপুরে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, রেলওয়ের মহাপরিচালক রাজশাহীতে আসবেন। তার আগমন উপলক্ষে রেল লাইন পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। স্টেশন থেকে কাজটি শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মীরা কাজটি করতে গিয়ে দড়িখরবোনা এলাকায় পৌঁছান। সেখানে তারা দেখতে পান রেল লাইনের নিচ দিয়ে বিদ্যুতের তার টানা হয়েছে। পরে তাদের অভিযোগের ভিত্তিতে দুপুরে দড়িখরবোনা এলাকায় অভিযান চালায় বিউবো।
এ সময় রেল লাইন ঘেঁষে উত্তরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে গড়ে ওঠা ১০টি দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভবিষ্যতের জন্যও তাদের সতর্ক করে দেওয়া হয়। অভিযানের সময় রাজশাহী বিউবোর প্রধান প্রকৌশলী শাহীন আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।