রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ডিম বিক্রেতার অর্থ ছিনতাই মামলায় পুলিশ কনেস্টবল লতিফুজ্জামান ও আনসার সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বুধবার শাহবাগ থানার উপপরিদর্শক দেবরাজ চক্রবর্তী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এ মামলায় দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে আরেক পুলিশ সদস্য রাজিকুল খন্দকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।
মামলার নথিসূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) আসা পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ডিম ব্যবসায়ী বাছিরের কাছ থেকে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় কনস্টেবল লতিফুজ্জামানকে জাপটে ধরে ফেলেন ডিম বিক্রেতা বাছির এবং মোটরসাইকেলে থাকা রাজিকুল খন্দকার নামের আরেকজন পালিয়ে যান। এ ঘটনায় সহায়তা করেন আনসার সদস্য আব্দুর রহমান। পরে কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে তুলে দেয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর কনস্টেবল রাজিকুল খন্দকারকে সন্ধ্যার দিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির বাদী হয়ে মামলা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ