রাজধানীর মিরপুরের কালশী রোডে গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান।
পরে পুলিশ ওই তরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়।
এসআই ফারুকুজ্জামান জানান, রাতে ওই তরুণ গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয়। পরেতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছিলেন চিহ্নিত হয়নি বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব