অন্তঃসত্ত্বা নারীকে বগুড়ার শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্স তাড়িয়ে দেওয়ার পর মাঠে সন্তান প্রসব ও মৃত্যুর ঘটনায় ডাক্তার ও নার্সকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনার তদন্ত করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বগুড়া জেলা প্রশাসককে একটি প্রতিবেদন দিতে হবে।
প্রসঙ্গত, একটি জাতীয় দৈনিকে ০১ ডিসেম্বর ‘তাড়িয়ে দিলো নার্স, মাঠে প্রসব: নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী শামীম সরদার। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব