ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে দু'জন নিহতের ঘটনায় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিভিন্ন প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফুলবাড়িয়ায় সংঘর্ষের নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুর্যোগ মুহূর্তে সঠিক ও দ্রুত উদ্ধার এবং সার্বিক ব্যবস্থাপনায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩২ হাজার নিয়োগ করা হয়েছে। আরবান কমিউনিটি ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকল্প আকারে এ কাজ হাতে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব