রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ৭৫০টি চকলেট বোমাসহ ভুট্টু ওরফে জুয়েল ওরফে রিপন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে ওই এলাকার রজনী চৌধুরী রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান।
এসআই আশরাফুজ্জামান বলেন, গ্রেফতারের পর তার কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে কি কারণে তার কাছে এই বিপুল পরিমাণ বোমা ছিল তা জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব