স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবারের সঙ্গে সরকারের যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আশ্বাস দেন। তিনি আরও বলেন, বিআরটিএর সঙ্গে তাদের যে ঝামেলা তৈরি হয়েছিল তা আমি বন্ধ করেছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উবারকে নিরুৎসাহিত করা ঠিক হবে না। তাহলে আমাদের গণপরিবহনের সংকট হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। ডিজিটাল বাংলাদেশে নতুন প্রযুক্তি এলে যদি নিরুৎসাহিত করি, তাহলে এটা দ্বি-চারিতা হবে। এটা স্ব-বিরোধী। ইতিমধ্যে বিআরটিএ একদফা বৈঠক করেছে। এ ব্যাপারে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে এবং আমি সেটা চাই।
গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক উবার বাংলাদেশে তাদের সেবা চালু করে। ২৫ নভেম্বর ঢাকায় স্মার্টফোন অ্যাপভিত্তিক এই ট্যাক্সিসেবাকে অবৈধ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা