ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরে আরও ২০ শতাংশ এবং আগামী ১০ বছরে হাইটেক সিটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। হাইটেক সিটির নির্মাণ সম্পন্ন হলে এক লাখ যুবকের কর্মসংস্থান হবে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, এই হাইটেক সিটিতে দেশের বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণের কাজ এগিয়ে চলছে।
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শরীফ আহমেদ, শওকত হাচানুর রহমান, শেখ আফিলউদ্দিন, বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, তথ্যও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আট জন সদস্য অংশগ্রহণ করেন।
৩৫৫ একর জমির জমির উপর বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ২৩২ একর জমির উপর পিপিপি মডেলে হাইটেক সিটি বাস্তবায়ন হবে।
বিডি প্রতিদিন/ ১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা