বন্ধুকে হত্যার দায়ে মো. ইউনুস নামের এক বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন। একই রায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাড. মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় ইউনুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত আসামি বর্তমানে পলাতক।
আদালত সূত্রে জানা যায়, নগরীর বাকলিয়ার মিয়াখান নগরের খেঁজুরতলার বাসিন্দা দেওয়ান আলীর ছেলে শমসের আলীকে (২৩) ১৯৯৭ সালের ৩ নভেম্বর দুপুরে টেপ রেকর্ডার কেনার কথা বলে তার চার বন্ধু ডেকে নিয়ে যায়। নগরীর নতুন চাক্তাই এলাকার নুর হোসেন চেয়ারম্যান ঘাটার পাকা রাস্তার পূর্বপাশের একতলা খালি রিকশার গ্যারেজে তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় শমসেরের বাবা দেওয়ান আলী বাদি হয়ে ঘটনার দিনই মো. ইউনুস, নসরত উল্লাহ, ইকবাল প্রকাশ ইব্রাহিম ও গোলাম মোর্শেদ খানকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ৭ আগস্ট পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। ২০০১ সালের ১ মার্চ আদালতে চার্জগঠন করা হয়। ১৬ জন স্বাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।