রাজধানীর খিলক্ষেতে অবস্থিত আশিয়ান নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে যাদব চন্দ্র দাশ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে খিলক্ষেত থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।
মৃত যাদব খিলক্ষেত পাতারির ঋষিপাড়া এলাকায় থাকতেন। তিনি পেশায় মুচির কাজ করতেন বলে জানা গেছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) কিবির হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় বাসায় ফিরলে যাদবকে তার পরিবারের সদস্যরা দ্রুত অশিয়ান হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে তিনি মারা যান।
এসআই আরও বলেন, তার ডান পায়ের উরুতে ও যৌন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য যাদবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৬/হিমেল