নির্বাচন কমিশন গঠনে জনগণকে 'বিভ্রান্ত' করার মত কোনো প্রস্তাব না দেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মেলনে তিনি আহ্বান জানান।
হানিফ বলেন, 'নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির গঠনের ফর্মুলার নামে বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। রাষ্ট্রপতি যথাসময়ে সংবিধান মোতাবেক নির্বাচন কমশিনার নিয়োগ দেবেন। এটা নিয়ে বিএনপি নেত্রীর বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই।'
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সভাপতি অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম