ঢাকার সাভার থানার এসআই কবির হোসেনসহ চার জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। সোমবার সাভারের এ-৪৪ নম্বর বাড্ডা ভাটাপাড়া এলাকার প্রফুল্ল সরকারের ছেলে মিঠুন সরকার বাদী হয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার বাদী মিঠুন সরকার সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পদক। মামলার অন্য আসামিরা হলেন, সাভারের ডগরমোড়ার অভিজিৎ রায়, বিজয় চন্দ্র রায়, কুরগাঁও পুরাতন পাড়ার রফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল