রাজধানীর গুলশান থানার কালাচাদপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাইনুদ্দিনের (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীর মগবাজার রাশমনো হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কালাচাদপুর এলাকার সাজু নামের এক ব্যক্তি মাইনুদ্দিনকে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ছুরিকাঘাত করে।
এরপর আহত অবস্থায় মাইনুদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মগবাজর রাশমনো হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজুল ইসলাম আরও বলেন, "কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি তদন্তের পর জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২