মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৮০) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৫ জানুয়ারি) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। মঞ্জু ছিলেন নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামী নেতা।
তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া।
গত ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ