রাজধানীর বাড্ডা এলাকার শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় কবির খান (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কবির যাত্রীবাহী তুরাগ পরিবহনের বাসের হেলপার হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তুরাগ বাসের গেটে দাঁড়ানো ছিলেন কবির। টঙ্গী থেকে সায়দাবাদগামী বাসটি বাড্ডা শাহজাদপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে অপর একটি তুরাগ বাস গেটে দাঁড়ানো থাকা কবিরকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কবিরের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল