পায়ুপথে লুকিয়ে আনা এক কেজি সোনার বিস্কুটসহ সিঙ্গাপুরফেরত এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান, ফজলুল হক নামের ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পরীক্ষা করে জানা যায়, তার রেকটামে (পায়ুপথে) ১০টি সোনার বার আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার সোনার ওজন ১ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে আহসানুল কবির জানান।
এর আগে গত ৫ জানুয়ারি একই কৌশলে আনা ১২০০ গ্রাম সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ